স্টাফ রিপোর্টার ॥ আদালতে স্বাক্ষী দিতে এসে আসামীর হামলার শিকার হয়েছেন এক ব্যক্তি। গতকাল বুধবার দুপুরের দিকে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রঙ্গণে হামলার ঘটনাটি ঘটে। হামলার শিকার স্বাক্ষীর নাম কাজল মিয়া (৪৫)। তিনি বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দাকামাল গ্রামের মোহরী মজিদ মিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে দায়েরকৃত একটি মামলায় সাক্ষী দিতে আসেন কাজল মিয়া। এ সময় ১০ তলা জুডিশিয়াল ভবনের নিচ তলায় মজিদ মিয়া ও তার লোকজন কাজল মিয়ার ওপর হামলা করে। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে কাজল মিয়া গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে রেফার করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ২০১৬ সালে ছুরিকাহত কাজলের বড় ভাই আব্দুল আজিজ বাদী হয়ে মজিদের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলার সাক্ষী ছিলেন কাজল।