প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ-এর আগামী ২০১৯-২০২০ রোটাবর্ষের পরিচালনা পর্ষদ প্রকাশ করা হয়। এ উপলক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের বর্তমান প্রেসিডেন্ট অজয় কর তপুর সভাপতিত্বে ও সেক্রেটারী কাকলী দত্ত টুম্পার পরিচালনায় গত ১২ এপ্রিল শুক্রবার বিকালে ক্লাবের অস্থায়ী কার্যালয় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম কনফারেন্স হলে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী ২০১৯-২০২০ রোটাবর্ষের প্রেসিডেন্ট শেখ সুলতান মোঃ কাওছার ক্লাবের পরিচালনা পর্ষদ ঘোষণা করেন। এতে সেক্রেটারী হিসেবে নির্বাচিত হন মোঃ ইয়াছিন আরাফাত, ভাইস প্রেসিডেন্ট অন্তু দেব, রনি ঘোষ, কাকলি দত্ত টুম্পা, জয়েন্ট সেক্রেটারী শেখ সোহানা তাসলিম, ক্লাব ট্রেইনার কৃষ্ণ চন্দ্র শীল, সজীব চন্দ্র গোপ, ট্রেজারার আবুল বাশার তুষার, ক্লাব সার্ভিস ডিরেক্টর জয়নাল আবেদিন, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর সৈকত দাস, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর ঈমন সূত্রধর, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রায়হান উদ্দিন, ইডিটর সাগর কান্তি দেব, চীফ সার্জেন্ট এট আর্মস স্বপন সরকার, সার্জেন্ট এট আর্মস পিনাক চক্রবর্তী।
অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন নয়ন চন্দ্র দেব, বাপ্পু পাল, কাওছার আহমেদ সানি, নাজিব আহমেদ ইমরান, ইসরাত জাহান স্বর্ণা, এহসানুল হক, অনিক সরকার, মনিরুজ্জামান আরিফ, ঐশি মির্থীকা পার্ণা। পরে আগামী রোটাবর্ষের ক্লাবের থিম “চ্যালেঞ্জ ইউরসেল্ফ এজ অ্যা রোটার্যাক্টর” উন্মোচন করেন উক্ত সভার প্রধান অতিথি রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীমসহ রোটারিয়ান পিপি বাদল কুমার রায়, বৃন্দাবন সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রোটাঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, রোটাঃ দিবাকর পাল, রোটাঃ শুভজিত দেব শাওন প্রমুখ।