আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মল্লিকা দে’র নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মল্লিকা দে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ।