স্টাফ রিপোর্টার ॥ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ গেল ১০ মার্চ হবিগঞ্জের ৮ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে বিজয়ী ৮ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ গতকাল মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন। গতকাল দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে পর্যায়ক্রমে হবিগঞ্জের উপজেলাগুলোতে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ পাঠ করেন। তাদেরকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী।
শপথ গ্রহণ করেন হবিগঞ্জ জেলার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও বানিয়াচং উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।