স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে থেকে আন্তঃজেলা মোটর সাইকেল চোরের গডফাদার আল মামুন টিপু (৩০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। সে মাধবপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের খোকন মিয়ায় পুত্র ও মাধবপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। গত সোমবার বিকেলে ডিবি পুলিশের ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে চোরাই একটি এফজেড মোটর সাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, টিপু দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চুরি করে আসছে। তার বিরুদ্ধে মোটর সাইকেল, গাড়ী, মাদকসহ একাদিক মামলা রয়েছে। এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও চোরাইকৃত মালা-মালের তথ্য উদ্ধার করা যেতে পারে। সে গ্রেফতার হবার পর মাধবপুরে মোটর সাইকেল মালিকদের মাঝে স্বস্থি ফিরে এসেছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে প্রেরন করলে আদালত তার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
এ ঘটনায় ডিবির পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।