স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রাম থেকে রহমত আলী (৫০) নামে এক ব্যবসায়ীর দেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত খিরাজ উল্লার পুত্র।
গতকাল মঙ্গলবার স্থানীয় বাজারে তাঁর নিজ সবজির দোকান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন নবীগঞ্জ থানার এসআই ফিরোজ মিয়া।
তদন্তকারী কর্মকর্তা জানান, গতকাল সকালে স্থানীয় লোকজন তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দোকান ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাবার আগে নিশ্চিত হয়া যাচ্ছে না।