স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে শহরের শায়েস্তানগর ও অনন্তপুর এলাকাবাসীর সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌরসভা মাঠে বৈশাখী মেলায় গতকাল সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের মাহমুদাবাদ এলাকার জুয়েল নামে এক যুবককে অনন্তপুর এলাকার কয়েকজন মারধর করে। এঘটনার ব্যাপারে আলোচনা করতে শায়েস্তানগরের সিতু সহ কয়েকজন রাত প্রায় ৮টার দিকে হাসপাতাল এলাকায় অনন্তপুর এলাকার নানু মিয়ার নিকট যান। এ সময় আলাপচারিতার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে অনন্তপুর ও শায়েস্তানগর এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শায়েস্তানগরের পক্ষ নেয় মাহমুদাবাদ ও মাছুলিয়ার লোকজন। দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলাকালে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি দোকান ভাংচুর করা হয়। হামলা চালানো হয় বাড়িঘরে। এতে মহিলারা আতংকিত হয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে। গুরুতর আহত অনন্তপুর এলাকার সোহেল, জালাল মিয়া, নুর মিয়া, রুহেল, আব্দুল আউয়াল, কালা মিয়া, শাহ আলম, মোশাহিদ মিয়া এবং মায়েস্তানগর এলাকার আজিজ মিয়া, সাজিদ মিয়া, উজ্জল মিয়া, জাহির মিয়া, মাহিনসহ আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।