স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম) বলেছেন, পহেলা বৈশাখ বাঙালীর প্রাণের উৎসব। এ উৎসব শুধু বাংলাদেশে নয়, বিশে^র যে দেশেই বাঙালী রয়েছেন সবখানেই পালন করা হয়। দিনে দিনে এখন এ উৎসবে বাঙালীদের সাথে এসে যুক্ত হচ্ছেন বিদেশীরাও। হাজার বছরের এ সংস্কৃতি এখন বিশ^বাসীর কাছে বেশ সমাদৃত হয়ে উঠেছে। রোববার হবিগঞ্জে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম)। বিশিষ্ট শিক্ষানুরাগী সাইনিং স্টার কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ সৈয়দ এবাদুল হাসানের সভাপতিত্বে এবং একুশে টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া প্রমুখ। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান, এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালীম, স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মোঃ মুজিবুর রহমান, যমুনা টিভি প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, ডিবিসি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এসএ টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, সাংবাদিক এমএ আজিজ সেলিম, মীর আব্দুল কাদির, শিবলী চৌধুরী প্রমুখ। এছাড়াও নানা আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় সাইনিং স্টার স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মিষ্টি বিতরণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে পুলিশ সুপার মিষ্টিমুখ করিয়ে মিষ্টি বিতরণের উদ্বোধন করেন।