প্রেস বিজ্ঞপ্তি ॥ সৈয়দা শরীফা আক্তার কুমকুম আহবায়ক, রাহেলা আক্তার, সবিতা রানী দাস, রহিমা বেগম মিনা ও শামীমা আক্তার রিমা যুগ্ম আহ্বায়ক এবং তাছলিমা আক্তার হেপিকে সদস্য সচিব করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ হবিগঞ্জ পৌর শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জমিলা বেগম গত ১২ এপ্রিল এই কমিটির অনুমোদন দেন। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সোনালী ঘোষ, শ্রীমতি সরকার, কমলা আক্তার, সামছুন্নাহার তমা, মোছাঃ তারা বানু, নাছরিন সুলতানা পপি, জান্নাত সুলতানা রৌজ, জোনাকী আক্তার, রেনু আক্তার, ফারজানা জামান তানিয়া, আয়েশা আক্তার, আইরিন আক্তার, হেপি দাস, নাজমা খাতুন, ফারজানা আক্তার, নাজমা বেগম, শিরিনা আক্তার, তাছলিমা আলফিহা, ফরিদা ইয়াছমিন, মিনারা বেগম পপি, জহুরা খাতুন, মোছাঃ মাহমুদা খাতুন, লুৎফা আনোয়ার, আছিয়া বেগম, মোছাঃ সাজু আক্তার, ছুগেরা খাতুন, সৈয়দা নাজমা আক্তার, নাহিদা আক্তার মনি, নাজমা আক্তার, নিজমা আক্তার, মিতা দেবনাথ, চৌধুরী মার্জিয়া আইরিন, শিপ্রা দত্ত, মোছাঃ শিউলী বেগম ও কামরুন্নাহার সীমা।