বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

মোটর-সাইকেল চুুরি করতে গিয়ে হবিগঞ্জের ২ চোরসহ আটক ৩

  • আপডেট টাইম শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে চুরি হওয়ার তিন ঘন্টার মধ্যে একটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জুড়ী উপজেলার বিজিবি ক্যাম্প চত্ত্বরে এ ঘটনাটি ঘটে। মোটর সাইকেল মালিক জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় জুড়ী উপজেলা শহরের বিজিবি ক্যাম্প চত্ত্বর থেকে আদনান আহমদের একটি মোটর সাইকেল চুরি হয়। সাথে সাথে মোবাইল ফোনের মাধ্যমে খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। রাত ১১টায় সাইকেল নিয়ে সিলেট যাবার পথে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার ভাটেরা ষ্টেশন বাজারে স্থানীয় জনতা চোরসহ সাইকেলটি আটক করেন। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ সেখানে গিয়ে সাইকেলসহ চোররকে রাত ১টায় থানায় নিয়ে আসে। আটককৃত বাচ্চু মিয়া (৩৩) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার করকী (সাব বাড়ী গেট) গ্রামের তাহের আলীর পুত্র। তার দেয়া তথ্য মতে জুড়ী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ও এসআই কামরুজ্জান রাতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২ জনকে আটক করে শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে থানায় নিয়ে আসেন। তারা হল দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি (মাইজপাড়া) গ্রামের মৃত কয়েছ মিয়ার পুত্র রুবেল মিয়া (২৪) ও হবিগঞ্জের দিঘলবাক গ্রামের লাল মিয়া বাবুর্চির পুত্র আবজল মিয়া (২৪)। এর পূর্বে গত ২৬ ফেব্র“য়ারি জুড়ী ডাকঘর সড়ক থেকে চন্দন দাসের হিরো স্পেলেন্ডার প্লাস, ২১ মার্চ গরু বাজার থেকে মাসুক আহমদ মেম্বারের ফ্যাশন প্রো, ৮ এপ্রিল গভীর রাতে মুমিন খানের বাসার গেট ভেঙ্গে বাজাজ ডিসকভারী ও ১৪ এপ্রিল নিউ মার্কেটের সামনে থেকে রুবেল আহমদের ডিসকভার মোটর সাইকেল চুরি হয়। দেড় মাসের মধ্যে জুড়ী শহর থেকে ৫টি মোটর সাইকেল চুরির ঘটনায় সাইকেল মালিকরা আতঙ্কে ভোগছেন। সাইকেল মালিকরা বলেন, মোটর সাইকেল চুরির ঘটনায় বাহিরের লোকের সাথে স্থানীয় একটি চক্র জড়িত রয়েছে। এদের আইনের আওতায় এনে চুরি হওয়া সাইকেল গুলো উদ্ধার ও সাইকেল চুরি বন্ধ করতে হবে। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মোটর সাইকেল চুরির সাথে বড় একটি চক্র জড়িত। এদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং মামলার প্রস্তুুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com