স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে রিচি সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রাতে রিচি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম দুলাই।
সংঘের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ।
বক্তব্য রাখেন, রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ বরকত আলী, গ্রাম পঞ্চায়েতের সর্দার মোঃ আরব আলী, হাজী জিতু মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, ইংল্যান্ড প্রবাসী আব্দুল মুকিত, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, সাবেক মেম্বার স্বপন মিয়া, বর্তমান মেম্বার আনোয়ার হোসেন সাজু, রইছ আলী মেম্বার, হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিকলীগ সভাপতি তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শাবাজ চৌধুরী, মোঃ আতর আলী, আব্দুল হাই, মোশাহিদ আলম প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব সংঘের যুগ্ম সম্পাদক সাবেক মেম্বার কাজল আহমেদ। সভার শুরুতে সংবর্ধিত ব্যক্তি মোতাচ্ছিরুল ইসলামকে নৌকা চিহ্নিত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে মোতাচ্ছিরুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আবু জাহিরের সহযোগিতায় হবিগঞ্জ সদর উপজেলার সকল রাস্তা, ব্রীজ, কালভার্টসহ সকল সমস্যা সমাধান করে হবিগঞ্জ সদর উপজেলাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে চাই। এ জন্য তিনি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।