প্রেস বিজ্ঞপ্তি ॥ সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সেক্টর কমান্ডারস ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ এর সিলেট বিভাগীয় সভাপতি এডঃ সরওয়ার আহমদ চৌধুরী আব্দাল। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডঃ মোহাম্মদ আলী পাঠান, চাদের হাসি হাসপাতালের চেয়ারম্যান ও প্রজেক্ট ম্যানেজার নূর উদ্দিন, সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ এর সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আক্রাম আলী, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহাদ ও সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি মিসেস মারিয়ান মাম্মী। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মেলনের সঞ্চালক ও হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মুহম্মদ আব্দুজ জাহের, এডঃ হুমায়ন কবির সৈকত, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, সিলেট বাণিজ্যিক মহা বিদ্যালয়ের সাবেক ভিপি, পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, সেক্টর কামান্ডারস ফোরামই সর্বপ্রথম যুদ্ধাপরাধীদের বিচারের দাবী উত্থাপন করেন। একজন যুদ্ধাপরাধী জীবিত থাকা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষা আন্দোলনসহ স্বাধীনতার ঘোষনা সম্পর্কে অবহিত করতে দৃঢ় শপথ নেয়া হয়।
সম্মেলন শেষে বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়কে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মুহম্মদ আব্দুজ জাহেরকে সাধারণ সম্পাদক ও পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলো, সহ-সভাপতি এডঃ মোহাম্মদ আলী পাঠান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত জেলা জজ রনবীর পাল চৌধুরী, অধ্যক্ষ আলী আজগর, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপাপ্ত ইন্সপেক্টর অমরেন্দ্র লাল রায়, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুখেন্দ্র দাস, আইন বিষয়ক সম্পাদক এডঃ হুমায়ুন কবির সৈকত, গবেষনা ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, সংষ্কৃতি বিষয়ক সম্পাদক রীনা রায়, কল্যান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মহিলা বিষয়ক সম্পাদক নাদিয়া নাসরিন সিমিন, যুব বিষয়ক সম্পাদক ডাঃ নিজামুল হক রানা, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দে, বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, ফজলুল হক চৌধুরী সেলিম, শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া, রত্মদীপ রাজু, ডাঃ আব্দুল ওয়াদুদ।