স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ১৬ পিছ ইয়াবাসহ এক ব্যবসায়ী ও ৩ বছরের সাজাপ্রাপ্ত অপর এক আসামীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টায় ইয়াবা ব্যবসায়ী জিয়াউর রহমান (২০) ও মধ্যরাতে আব্দুর রউফ (৩৫) কে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত জিয়াউর রহমান উপজেলার হরিতলা গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র ও আব্দুর রউফ জগতপুর গ্রামের মোঃ ছিদ্দিক আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বাহুবল কাঁচা বাজারে ডিম ব্যবসায়ী জিয়াউর রহমান ডিম বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে। বুধবার রাতে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাজারে অভিযান চালিয়ে ১৬ পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এদিকে একই দিন মধ্যরাতে এসআই সহিদুল ইসলাম ও এএসআই জাহাঙ্গীরে যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জগতপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রউফকে নিজ বাড়ি থেকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার মিডিয়া অফিসার এসআই মোস্তাফিজুর রহমান। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আটককৃত ইয়াবা ব্যবসায়ি জিয়াউর রহমান ও সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রউফকে বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।