শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

হবিগঞ্জের সন্তান বেলার নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসানের স্বামী অপহরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে উদ্ধারে নারায়নগঞ্জ জেলা পুলিশকে সহায়তা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইতোমধ্যে মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম আবু বকর সিদ্দিককে উদ্ধার করতে অভিযান শুরু করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আলোচিত এ অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশকে সহায়তা করতে কাজ করছে মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি বলেন, ইতিমধ্যে গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের সঙ্গে তারা কথা বলে সম্ভাব্য কয়েকটি জায়গায় অভিযান চালাচ্ছে। তিনি বলেন, অভিযানের পুরো বিষয়টি সমন্বয় করছেন নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল আলম।
জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ এলাকার সন্তান ও বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন গতকাল বুধবার বিকেলে দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। বুধবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান তিনি। বিবৃতিতে তিনি জানান, রাজধানীর উপকণ্ঠে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র ব্যক্তিরা একজন ব্যক্তিকে এভাবে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী প্রবলভাবে উৎকণ্ঠিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com