স্টাফ রিপোর্টার ॥ বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে উদ্ধারে নারায়নগঞ্জ জেলা পুলিশকে সহায়তা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইতোমধ্যে মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম আবু বকর সিদ্দিককে উদ্ধার করতে অভিযান শুরু করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আলোচিত এ অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশকে সহায়তা করতে কাজ করছে মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি বলেন, ইতিমধ্যে গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের সঙ্গে তারা কথা বলে সম্ভাব্য কয়েকটি জায়গায় অভিযান চালাচ্ছে। তিনি বলেন, অভিযানের পুরো বিষয়টি সমন্বয় করছেন নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল আলম।
জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ এলাকার সন্তান ও বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন গতকাল বুধবার বিকেলে দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। বুধবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান তিনি। বিবৃতিতে তিনি জানান, রাজধানীর উপকণ্ঠে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র ব্যক্তিরা একজন ব্যক্তিকে এভাবে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী প্রবলভাবে উৎকণ্ঠিত।