স্টাফ রিপোর্টার ॥ উচাইল ব্রাহ্মণডোরা সড়কে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার বিশাউর গ্রামের আনোয়ার আলীর পুত্র। গত বুধবার দুপুরে সে ব্রাহ্মণডোরা উচাইল সড়কে বিসাউরা নামক স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয। স্থানীয় লোকজন চালকসহ মোটর সাইকেল আটক করলে বিষয়টি রফদফার চেষ্টা করে। কিন্তু সমাধান না হওয়ায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ছুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।