নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে বজ্রপাতে দুই কৃষক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক কৃষককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ। আহতরা হলেন উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের লায়েক আহমেদ (২০), শামছু মিয়া (৩৫)।
মঙ্গলবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের স্থানীয় হাওড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, উল্লেখিত সময় লায়েক আহমেদ ও শামছু মিয়া স্থানীয় হাওরে কৃষি কাজ করছিল। এ সময় আকাশে আকস্মিক বজ্রপাত হলে উভয় আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় লায়েক আহমেদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।