সম্মানীত হবিগঞ্জবাসী
গত ৭ই এপ্রিল রোববার ইংল্যান্ডের বার্মিংহামের এমটি ক্যাটারিং এ বৃন্দাবন সরকারী কলেজ এক্স-ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকে এর কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত দিনের কার্য বিবরনীর উপর আমরা আলোচনা এবং যথারীতি মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং পূনরায় কমিটি গঠনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে আলোচনায় বসে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আলোচনার পরিপ্রেক্ষিতে জনাব এ রহমান অলি কে সভাপতি, জনাব নজমুদ্দিন তালুকদার মিঠু কে সাধারণ সম্পাদক, আইয়ুব শেখ সোহেল কে সিনিয়র সহ-সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়। তারপর আমরা লক্ষ্য করছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় ব্যক্তি আরেকটি কমিটির রুপরেখা তৈরি করে তা প্রচার করতেছে। এদের সাথে আমাদের সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। এদের ভিত্তিহীন প্রচারনায় বিভ্রান্তি না হবার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি।
পেট্রন-এডভোকেট মীর গোলাম মোস্তফা
-ঃ উপদেষ্টা মন্ডলী ঃ-
* নাজমুল আজিজ জুবায়ের(ভিপি)
প্রতিষ্টাতা সভাপতি (২০০৯-১১)
* এম এ মোন্তাকিম
প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক
* সিরাজুল ইসলাম
সাবেক সভাপতি (২০১২ -২০১৪)
* ফারুক আহমেদ (ভিপি)
সাবেক সাধারণ সম্পাদক
* সালেহ আজহার খান পাপ্পু
সাবেক সভাপতি (২০১৬-২০১৮)
খায়ের জামান জাহাঙ্গীর
সাবেক সাধারণ সম্পাদক