রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

সরকারী ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অনড় প্রশাসন হবিগঞ্জে হচ্ছে হাতিরঝিল

  • আপডেট টাইম বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৪৭২ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ সরকার সারা দেশে সরকারী ভূমি থেকে অবৈধ স্থাপনা দখল উচ্ছেদ অপসারনে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। সে লক্ষ্যে উন্নয়নের ধারাবাহিকতা বিঘœ সৃষ্টিকারী যেকোন প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধির তদবির উপেক্ষার কঠোর নির্দেশনা বিষয়ক সার্কুলার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারী করা হয়েছে এবং ওই সব প্রভাবশালীদের তথ্য তাৎক্ষনিক অবহিত করতে বলা হয়েছে। এদিকে, হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ড, সড়ক জনপথ বিভাগ তাদের ভূমি থেকে জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারনের আইনানুগ কার্যক্রম বাস্তবায়ন করছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে প্রকাশ, খোয়াই প্রবাহমান ও পরিত্যক্ত নদীর ভূমি বর্তমানে লীজমুক্ত। ফলে কোথাও কোন বৈধ স্থাপনা নেই। নদীর তীরে পাড়ে যেসব স্থাপনা দৃশ্যমান তা শতভাগ অবৈধ। বর্তমান সরকার প্রধানের নির্দেশিত মতে চলমান খোয়াই নদী ও হবিগঞ্জ শহরের পরিত্যক্ত খোয়াই ভূমি উন্নয়নে “উবাবষড়ঢ়সবহঃ ড়ভ কযড়ধির জরাবৎ ংুংঃবস রহ ঐড়নরমধহল উরংঃৎরপঃ” নামীয় ১৪শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ওই প্রকল্পের আওতায় খোয়াইপাড় তীর মজবুতিকরণ ছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজ এর সম্মুখস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে নোয়াবাদ হরিপুর খোয়াই বাধ পর্যন্ত ঢাকার হাতিরঝিলের ন্যায় পরিত্যক্ত নদীর উন্নয়ন করা হবে। নদীর উভয় দিকে দৃষ্টিনন্দন ১০ ফুট প্রসস্ত ওয়াকওয়েসহ ওভারব্রীজ নির্মাণ হবে। এজন্য পরিত্যক্ত নদীর ভূমিতে দূশ্যমান সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ সরানোর প্রয়োজনে তালিকাও করা হয়েছে। এদিকে হাতিরঝিলের ন্যায় একটি দৃষ্টিনন্দন প্রকল্প হবিগঞ্জ জেলা শহরে বাস্তবায়ন ও দৃশ্যায়ন করতে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ সক্রিয়, অনড় ও অটল। অন্যদিকে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কল্যান বহুমুখী সমরায় সমিতির সভাপতি ও সম্পাদক যথাক্রমে মোহাম্মদ আলী টিপু ও মোঃ জাহেদ উদ্দিন মাস্টার পরিত্যক্ত নদীতে পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাবিত পরিকল্পনা ও প্রজেক্ট বাতিলের আবেদন জানিয়ে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড বরাবরে পত্র দিয়েছেন। ৫ পৃষ্টার পত্রে প্রকল্প বাতিলের স্বপক্ষে এক কুড়ি যুক্তি ও তথ্য উল্লেখ করেছেন। অপরদিকে শহর রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড অগ্রাধিকারক্রমে নদীর ঝুকিপূর্ণ বাঁধের চৌধুরীবাজার মধ্য বেইলী থেকে কামড়াপুর ব্রীজ পর্যন্ত অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শতভাগ স্থাপনা সরানো হয়েছে এবং বাঁধের মজবুতিকরণ অব্যাহত রয়েছে বলে এসডিই এম এল সৈকত জানিয়েছেন। অপরদিকে কিবরিয়া ব্রীজ সংলগ্ন উজানের ঝুকিপূর্ণ স্থানের অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনা সরানোর জন্য মাইকিং করা হয়েছে। যেকোন মুহুর্তে এ ঝুকিপূর্ণ স্থান ভেঙ্গে বন্যার পানিতে শহর তলিয়ে যেতে পারে, সে আশংকা থেকে যেকোন দিন ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর পাড় মজবুতিকরণ করা হবে। এদিকে কিবরিয়া ব্রীজ সংলগ্ন অবৈধ স্থাপনাকারীরা উচ্ছেদের সময়বৃদ্ধি ও পূনর্বাসনের দাবীতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডে আজিম উদ্দিন স্বাক্ষরিত স্মারকলিপি দিতে দেখা গেছে।
রেলভূমি ও সড়ক ও রেলপথ বিভাগ জানায়, খোয়াই নদীর উপর কামড়াপুর সেতু এ্যাপ্রোচ হতে ধুলিয়াখাল পর্যন্ত (বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী সড়কের ১ম কিঃমিঃ হতে ৬ষ্ঠ কিঃমিঃ) ৯৭ একর রেলভূমি সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুকুলে বাস্তবে বুঝে নেয়ার পরই স্থানে স্থানে সীমানা পিলার স্থাপন করা হয়েছে। একই সময় অবৈধ সকল স্থাপনা সরানোর নোটিশ প্রদান করা হয়েছে। সকল অবৈধ স্থাপনায় লাল ক্রস চিহ্ন দিয়ে দেয়া হয়েছে। অবৈধ স্থাপনার তালিকায় সংসদ সদস্য, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, উকিল, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাসহ ৪ শতাধিক লোকের নাম রয়েছে। স্ব-উদ্যোগে অপসারণের নির্দেশানুযায়ী কার্যক্রম অব্যাহত রয়েছে। সরজমিনে অনেকেই স্থাপনা সরিয়ে নিয়েছেন। আবার অর্ধেক ভেঙ্গে বাকী স্থাপনা রক্ষার্থে কৌশলও খুজে বেড়াচ্ছেন। লোকোচুরি খেলাও দৃশ্যমান। রাতের আধারে সড়ক বিভাগের সীমানা পিলার সরানোরও অভিযোগ পাওয়া গেছে। “দাগ দিলেই মরে” এ আশংকায় লাল ক্রস চিহ্নও প্রভাবশালীরা স্থাপনায় আঁকতে দেয়নি। সড়ক ভবনের আশপাশেই এসব আলামত দৃশ্যমান। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য ও বিভাগীয় প্রকৌশলীদের চাহিদা অনুযায়ী দৃষ্টিনন্দন চারলেন বিশিষ্ট সড়ক নির্মাণের পরিকল্পনাটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশের পর অনেক অবৈধ স্থাপনার মালিকরা “দেখি চোরা কি করে” সে অপেক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন। লক্ষ কোটি টাকার অবৈধ স্থাপনা নির্মাণে ও ব্যবসা বাণিজ্যে পুঁজি খাটিয়েছেন। স্থাপনা কৌশলে না ভাঙ্গার ব্যর্থ চেষ্টায় দৌড়ঝাপে ব্যস্ত রয়েছেন। সরজমিনে ২০টির বেশি অবৈধ স্থাপনায় দোকান ও পরিবার নিয়ে বসবাসকারী লোকের সাথে স্থাপনা নিয়ে কথা হয়। কেউই স্থাপনা নির্মাণের অনুমোদন দেখাতে পারেনি। অবৈধ বসবাসকারী সবাই নিজেদের অদূরদর্শী ও অপরিনামদর্শী কার্যক্রম নিয়ে আক্ষেপ ও হতাশ হয়ে পড়েছেন। তারা রেলের কতিপয় কর্মচারী দালাল এজেন্টদের দ্বারা প্রলুব্ধ হয়ে অবৈধ ভূমিতে বিনিয়োগ করে সর্বশান্ত হয়ে পড়েছেন। তারা সরকারের মানবিক সহানুভূতি প্রত্যাশা করছেন।
স্থাপনা নির্মাণের বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, দেশের যেকোন এলাকায় স্থাপনা বা স্থায়ী অবকাঠামো নির্মাণে ইউ.পি/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের অনুমোদন আইনতঃ বাধ্যতামূলক। ফলে অনুনোমোদিত যেকোন স্থাপনা স্থানীয় সরকার আইনে দন্ডনীয় অপরাধ। প্রশাসনিক আইন ছাড়াও স্থানীয় সরকার (ইউ.পি) (সংশোধন) আইন, ২০১০ এর বিবেচ্য ৫৪টি অপরাধ এর আওতায়ও সংগঠিত অপরাধে দন্ড ও জরিমানার বিধান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com