প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারি কলেজ শাখার ২০১৯ সনের আহ্বায়ক কমিটি। গত শনিবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় লিসডা ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য মাসিক নিয়মিত সভায় হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি বিদ্যুৎ শাহী আলম ও সাধারণ সম্পাদক শামসুজ্জামানসহ সকল নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক প্রধান শেখ সুলতান মোঃ কাওছার, তত্ত্বাবধায়ক সদস্য সজীব চন্দ্র গোপ, সাংগঠনিক সম্পাদক সৈকত দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ কাউসার আহমেদ, বৃন্দাবন সরকারী কলেজ শাখার আহবায়ক আব্দুল্লাহ আল নাহিদ, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, সিয়াম-উল-ছুরত প্রিন্স, সাকিব আহমেদ, জাকির খানঁ, ওয়াহিদুর রহমান, শিবলী দাশ, রাসেল, এনায়েত হোসেন, আদনান প্রমুখ।