স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের আইএমও এর বাংলাদেশের পরামর্শক ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ এর বড় ভাই হবিগঞ্জের কৃতিসন্তান যুক্তরাজ্যের ওল্ডহ্যামে বসবাসরত বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিবিদ মোহাম্মদ শাহ্ জাহান ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস) ট্রাষ্টের গভর্নর নির্বাচিত হয়েছেন। সদস্যদের ভোটে ওল্ডহামের একমাত্র বাংগালি মোহাম্মদ শাহজাহান পাবলিক গভর্নর নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, মোহাম্মদ শাহ্ জাহান প্রায় দুই দশক ধরে ন্যাশনাল হেল্থ সার্ভিস-এ দক্ষতা আর সুনামের সাথে কাজ করে আসছেন।
মোহাম্মদ শাহ্ জাহান হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামের পূর্ব তোপখানা মহাজন বাড়ির মরহুম আব্দুর রাজ্জাক রাজা এর পুত্র।