স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক ও উপসচিব মো.সফিউল আলম বলেছেন, দেশের প্রবৃদ্ধি দ্রুত এগিয়ে যাচ্ছে। এই প্রজন্ম উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বিনামূল্যে বই তুলে দিচ্ছে। উপবৃত্তি প্রদান করছে। মিড ডে মিল চালু করেছে। বাচ্চাদের যাতে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, এইভাবে তৈরি করা হচ্ছে স্কুলগুলোর ভবন ও শ্রেণিকক্ষ। একই সঙ্গে মাল্টিমিডিয়া ক্লাসরুম যুক্ত করা হচ্ছে। উপযুক্ত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক সহ সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
গতকাল সোমবার সকালে বানিয়াচং পুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ক জনগণকে অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুলের বিপুল সংখ্যক মা অভিভাবকের সমাগম ঘটে। স্কুলের প্রধান শিক্ষক আবদুর রউফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসার পবন চৌধুরী। শিক্ষক শিউলি আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বিটিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি আলমগীর খান, বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক নূপুর দেব, অভিভাবক মিলন বেগম, শিক্ষার্থী আবদুল হামিদ খান প্রমূখ।