প্রেস বিজ্ঞপ্তি ॥ বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) হবিগঞ্জ কর্তৃক গত ১৪ এপ্রিল রাত ৮ টার দিকে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে বর্ষবরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও বি.এম.এ সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নাছির উদ্দিন ভূইয়া, জেলা বি.এম.এ’র সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, ডাঃ অর্ধেন্দু দেব, ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ডাঃ অরুনাভ দাস মিতির। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ আশরাফ উদ্দিন, ডাঃ মোঃ শওকাতুল আম্বিয়া, ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ডাঃ এম এ রব, ডাঃ অতনু দাস তনয়, ডাঃ রুপা সরকার, ডাঃ আশফাক উদ্দিন আরিফ ও ডাঃ বিশ্বজিত আচার্য্য। উপস্থিত ম্যানেজারবৃন্দের পক্ষের বক্তব্য রাখেন পিযুষ চক্রবর্তী, মোঃ সেলিম হুসেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ সাজিদুর রহমান সাজু এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানের পরিচালনা করেন শ্যামল কুমার সিংহ ও অনামিকা আচার্যী। সাংস্কৃতিক অনুষ্ঠান সহযোগীতায় ছিলেন মার্ক ইন্টারন্যাশনাল এর এরিয়া ম্যানেজার মনিরুল হক সৈকত ও সুমন রায় শান্ত।