স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণে বিশেষ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে হবিগঞ্জ জেলা তথ্য অফিস। রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জী, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, বিটিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি আলমগীর খান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খান, সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, রিপোর্টাস ইউনিটি সভাপতি মুক্তিযুদ্ধা শেখ নমীর আলী, সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, সাংবাদিক মোশাহেদ মিয়া, মখলিছ মিয়া প্রমূখ।
ইউএনও মো.মামুন খন্দকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে গ্রহণ করা হয় রূপকল্প ২০২১। বর্তমানে বাংলাদেশ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে অগ্রগামী হয়েছে। এমডিজিতে সাফল্যের পর ২০১৬ সাল থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পথে এগিয়ে চলছে দেশ।