প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ ঘটিকায় জেলা ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক সামরিনা নওশিন দীনার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাহাথির মোহাম্মদের সঞ্চালনায় কর্মী সভার শুরুতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুল ইসলাম বারেক, মোঃ আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক প্রণব কুমার দেব, লুৎফুন্নাহার মিলি, ছাত্র নেতা অংকন রায়, সোহাগ আহমেদ, নিপু ভৌমিক, জিরফান চৌধুরী রাফি, ইমদাদুর রহমান, স্বর্ণা রায় প্রমুখ।
বক্তব্য শেষে উপস্থিত সর্বসম্মতীক্রমে লুৎফুন্নাহার মিলিকে আহ্বায়ক ও অংকন রায়কে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্যের বৃন্দাবন সরকারি কলেজের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক ইমদাদুর রহমান, সদস্য- এস এম ফুয়াদ হাসান, নবনীতা দত্ত তিথি, ঐশী পাল তিথি, আকাশ রায়, হুমায়ুন রশিদ, স্বর্ণা রায়, প্রণব কুমার দেব, মাহাথির মোহাম্মদ। বৃন্দাবন সরকারি কলেজ এর নতুন আহ্বায়ক কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক সামরিনা নওশিন দীনা।