স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার একতা যুব সংঘের উদ্যোগে বর্ষবরন ও গুনিজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার উপজেলার শাহজীবাজার বড় মাঠে মুক্তিযোদ্ধা ছাহেব আলী মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্জীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক ধূর্জঢী প্রসাদ সেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারন সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল হালিম, মানবকন্ঠের জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান অনিক, মানবজমিন প্রতিনিধি রাজীব দেব রায় রাজু, সাংবাদিক মহিউদ্দিন আহমেদ, মানবকন্ঠের মাধবপুর প্রতিনিধি এসএইচ উজ্জল, মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম। সভা শেষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় জন্য হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারন সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আলমগীর খান, সাধারন সম্পাদক আব্দুল হালিম, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাহ্ মশিউর রহমান কামাল, সাধারন সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, মাধবপুর প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান, মানবকন্ঠের জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, মানবজমিন প্রতিনিধি রাজীব দেব রায় রাজু, আমাদের মাধবপুর ডটকমের সম্পাদক মহিউদ্দিন আহমেদ, জাগো বাংলার সহযোগী সম্পাদক অলিদ মিয়া, মানবকণ্ঠের মাধবপুর প্রতিনিধি এসএইচ উজ্জল, মুক্তিযোদ্ধা ছাহেব আলী মোল্লা, শিক্ষানুরাগী মজিব উদ্দিন তালুকদার ওয়াসিমসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৪ জন ব্যক্তি ও প্রতিষ্টানকে সম্মাননা দেয়া হয়। মোঃ আল আমিন এর পরিচালনায় সভায় অন্যন্যের মাঝে বক্তব্য রাখেন, শাহজিবাজার একতা যুব সংঘের মোঃ মোক্তার হোসেন, হাবিবুর রহমান হুমায়ুন, শাহিন আহমেদ, স্বপন, লিটন, এনাম আহমেদ, মোঃ তোফাজ্জুল হোসেন, এ এইচ হাবিবুর রহমান, পাভেল, আবুল হাসান ফায়েজ, সাব্বির আহমেদ, হান্নান মিয়া প্রমুখ।