স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৫ এপ্রিলের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের জন্য ৭জনকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, কেন্দ্রীয় ড্যাব এর সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ডাঃ জাহিদ হাসান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শেখ সুজাত মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার শিপা ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম। উক্ত দায়িত্ব প্রাপ্তরা আগামী ১৫ এপ্রিলের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করবেন। এবং আহ্বায়ক কমিটি ৩ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাউন্সিলে অংশ গ্রহণ করতে পারবেন না। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র উপরোক্ত বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র মতে, গতকাল হবিগঞ্জ জেলার বিএনপির ৫ নেতার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমান কথা বলার নির্ধারিত তারিখ ছিল। সে অনুযায়ী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শেখ সুজাত মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার শিপা ও সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম এর সাথে সাংগঠনিক বিষয়ে গতকাল রাত ৮টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমান কথা বলেন। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল দেশের বাহিরে থাকায় উক্ত বৈঠকে অংশগ্রহণ করতে পারেন নি। এতে হবিগঞ্জ জেলার সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে উপরোক্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। উল্লেখ্য, ২০১১ সনের ২৭ এপ্রিল সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সভাপতি, জিকে গউছকে সাধারণ সম্পাদক ও এডঃ এনামুল হক সেলিমকে সাংগঠনিক সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন হয়েছিল। দীর্ঘ ৮ বছর পর গঠিত ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।