মোহাম্মদ আলী মমিন ॥ সড়ক ও জনপদ বিভাগের হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের উভয় পার্শ্বে অপরিকল্পিত বৈদ্যুতিক খাম্বা স্থাপন করে প্রসস্ততাকে সংকোচিত করার কার্যক্রম বাস্তবে দৃশ্যমান হয়ে পড়েছে। সরজমিনে দেখা যায়, বিদ্যুৎ বিভাগ শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের সওজ অধিদপ্তরের ভূূমির সীমানায় বৈদ্যুতিক খুটি স্থাপন করার নিদের্শনা থাকলেও অপরিকল্পিত ও সমন্বয়হীনভাবে খাম্বা স্থাপন করা হচ্ছে। সড়ক বিভাগের সাথে সমন্বয় না করে খুটি স্থাপন করার ফলে ভবিষ্যত সড়ক প্রসস্তকরণ ব্যহত হবে বলে অভিজ্ঞ মহলের অভিমত। বিদ্যুৎ বিভাগের উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইন নির্মাণের লক্ষ্যে প্রচুর খাম্বা সড়কের এজিং-এ স্তুপিকৃত থাকতে দেখা যায়। সড়কের যে সব স্থানে ইতিমধ্যেই খামখেয়ালিভাবে খুটি স্থাপন করা হয়েছে তা দৃষ্টিকটো বলে পথে চলাচলকারীদের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে শোনা যায়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পার্শ্ববর্তী ভূমির মালিকদের কাছ থেকে প্রচুর আর্থিক সুবিধা নিয়ে এ অপকর্মটি চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। শুরুতেই সড়কের এজিং-এ খুটি স্থাপন অব্যাহত থাকলে ভবিষ্যত সড়ক প্রসস্ত করণ উন্নয়ন থমকে যাবে বলে হবিগঞ্জবাসী মনের করে। জনমনে প্রশ্ন ? এসব দেখা কেউ নেই ?।