রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

১০ বছর পর গ্রামের ঘরে ঘরে উচ্চ শিক্ষিত সন্তান থাকবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ কমিটি এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, নিজের পরিবার তথা দেশের স্বার্থে সু-শিক্ষা অর্জনের বিকল্প নেই। যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করার উদ্দেশ্যে শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এসএসসি পর্যন্ত বিনামূল্যে বই, উপবৃত্তি প্রদান, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি ও বিভিন্ন সুবিধা নিশ্চিতসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করে দিচ্ছি আমরা। যে কারণে শিক্ষামুখী হচ্ছে দেশের মানুষ। আগামী ১০ বছর পর প্রতিটি গ্রামের ঘরে ঘরে উচ্চ শিক্ষিত সন্তান থাকবে। শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ধল-বামকান্দি পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দলমত নির্বিশেষে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকি। প্রতিটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উন্নয়ন করেছি। নতুন ভবন নির্মাণ করে দিয়েছি। শিক্ষার অগ্রগতিতে আপনাদের দাবি পূরণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
তিনি বলেন, একটি পরিবারের জন্য সু-শিক্ষিত এক সন্তানই যথেষ্ট। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে শেষ বয়সে পিতা-মাতাকে কষ্ট করতে হয় না। আমি শিক্ষাকে প্রাধান্য দিয়েই এলাকার জন্য কাজ করে যাচ্ছি। এ সময় ছেলেমেয়েদের শিক্ষার প্রতি আরো আন্তরিক হওয়ার জন্য শিক্ষক এবং অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিক খানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক বদিউল আলম খান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আক্রাম আলী, লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সুজাত, সাবেক ইউপি সদস্য কায়সার রহমান, বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ শহিদ আলী, লিয়াকত আলী, আরজু মিয়া বাচ্চু, অভিভাবক সদস্য আব্দুল খালেক, আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ধল বামকান্দি পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় গোপ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক রেজাউল করিম ও গীতা পাঠ করে নবম শ্রেণির শিক্ষার্থী পূরবী গোপ লিজা। অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি এডভোকেট মোঃ আবু জাহিরকে সম্মাননা স্মারক ও পৃথকভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। এর আগে ধল বামকান্দি পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com