স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ এপ্রিল হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন। সভাপতি পদে ৫ জন প্রার্থী, সাধারণ সম্পাদক ২ জন ও যুগ্ম-সাধারণ সম্পাদক ৩ জন সহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ কারণে নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছেন। সভাপতি পদে এডঃ হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বদরু মিয়া, আবুল মুনসুর, জয়নাল আবেদিন ও কামাল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে এডঃ মোঃ রুহুল হাসান শরীফ ও শামছুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আশরাফুল আলম, মোঃ জিল্লুর রহমান ও ফারুকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও অন্যান্য পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটার ৫৪৯ জন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।