নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে পুর্ব বিরোধের জের ধরে মানবতা বিরোধী অপরাধ মামলার স্বাক্ষী আব্দুল আলী (৬৬) কে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় মামদপুর গ্রামের বিয়ানীবাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সময় মানবতা বিরোধী অপরাধ মামলার স্বাক্ষী মামদপুর গ্রামের মৃত আরজদ আলীর পুত্র আব্দুল আলীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয় একই গ্রামের ছনওয়ার মিয়ার পুত্র মুজিবুর রহমানের সাথে। এ ঘটনার জের ধরে বিয়ানীবাজারে উভয়পক্ষের মাঝে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এ সময় আব্দুল আলীকে কুপিয়ে রক্তাক্ত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে যুদ্ধাপরাধ মামলার স্বাক্ষী আব্দুল আলী বলেন, যুদ্ধাপরাধ মামলার আসামী গোলাপের বিরুদ্ধে স্বাক্ষী হওয়ায় সেই আক্রোশেই আমার উপর হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, যুদ্ধাপরাধ মামলার স্বাক্ষী আব্দুল আলী একই গ্রামের মুজিবুর রহমানকে গালাগালি করেছেন দাবী করে আব্দুল আলীর কাছে গালিগালাজ করার কারণ জানতে চান মুজিবুর রহমান। এ সময় আব্দুল আলী গালিগালাজ করেননি বলে জানান। এ ঘটনার জের ধরে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
২০১৬ সালের ২৩ মার্চ মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এনে নবীগঞ্জ উপজেলার গজানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ মিয়া (৬৬) সহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের রইছ উল্লার মেয়ে বীরাঙ্গনা সুকুরী বিবি (৬৫)। ওই মামলার সাক্ষি আহত আব্দুল আলী।