নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামের লন্ডন প্রবাসী ফারুক মিয়ার ভাই আব্দুল কাদির (৩৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকালে গোয়াল ঘরের পাশে বারান্দা রুম থেকে মৃত দেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল কাদির ওই গ্রামের মৃত আমীর উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন কুয়েত, লন্ডন ও দুবাই অবস্থান করে। প্রায় ১ বছর পুর্বে বাড়ীতে আসে। তার পরিবারের লোকজনের অভিযোগ প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে বালিশ চাপা দিয়ে শ^সরোদ্ধ করে কাদিরকে হত্যা করেছে। এ ব্যাপারে নিহতের ভাই আবুল হাসান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে প্রকাশ, একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে সফিক মিয়াগংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে আব্দুল কাদির পরিবারের। তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন বুধবার রাতের কোন এক সময় তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোদ্ধ করে হত্যা করেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, ওসি (তদন্ত) গোলাম দস্তগীর, গোপলার বাজার ফাড়িঁ ইনচার্জ কাওছার আলমসহ একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেন। ময়না তদন্ত শেষে আব্দুল কাদিরের মৃতদেহ বুধবার সন্ধ্যায় বাড়ীতে নিয়ে আসলে তাকে এক নজর দেখার জন্য এলাকার শতশত মানুষের ভীড় জমে তাদের বাড়ীতে। বৃদ্ধা মা, ভাই বোনসহ স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। গতকাল বৃহস্পতিবার সকালে জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ জানান, মৃতের শরীরের আঘাতের তেমন আলামত পাওয়া যায়নি, তবে তার চোঁখ ও দাতেঁর গোড়ায় রক্ত রয়েছে। দু’ হাতের কব্জির উপরে লালছে দাগ রয়েছে। এটা হত্যা না অন্য কিছু ময়না তদন্ত রিপোর্ট আসার পর বুঝা যাবে।