স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর বাইপাস থেকে নোমান মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। সে ওই গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী নোমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথির কাছে হাজির করা হলে তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।