মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

ইনাতগঞ্জে দুর্র্র্বৃত্তের হামলায় বৃদ্ধা নিহত ॥ মেয়ে আহত

  • আপডেট টাইম বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৫২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নীলু সূত্র ধর (৬০) নামে এক বৃদ্ধা ঘটনা স্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে শিল্পী সূত্র ধর (৩০)।
গুরুতর আহত শিল্পীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। নিহত নীলু সূত্র ধর ওই গ্রামের মৃত চানমনি সূত্র ধরের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ৮টায়।
জানা যায়, নিহত নীলু সূত্রধর এর স্বামী মারা যান বিগত ৭/৮ বছর পূর্বে। তার একমাত্র পুত্র জীবন সূত্রধর ১৫/১৬ বছর ধরে কুয়েত প্রবাসী। মেয়েসহ সবাই স্বামীর বাড়ীতে থাকেন। এক মাত্র পুত্রবধু হেপি সুত্রধরকে নিয়েই শ্বাশুরি বাড়ীতে থাকেন। গত ১০/১৫ দিন আগে পুত্রবধু হেপি পিতার বাড়ী নবীগঞ্জের ভুবরবাগ গ্রামে অবস্থান করছেন। মা বাড়ীতে একা এই সুবাধে তার ছোট মেয়ে মাধবপুর উপজেলার মনতলা স্বামীর বাড়ী থেকে মা নীলু সুত্রধরের কাছে নাইউর আসেন।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় দূর্বৃত্তরা নীলু সূত্রধরের ঘরে প্রবেশ করে মা-মেয়ে দুজনকে ছুরিকাঘাত করে। তাদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। এর ফলে ঘটনা স্থলেই নীলু সুত্রধর নিহত হন। গুরুতর আহত হন মেয়ে শিল্পি সুত্রধর। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কে মোঃ পাভেজ আলম চৌধুরী পুলিশ নিয়ে ঘটনা স্থলে ছুটে আসেন। সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, দূর্বৃত্তের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নীল সুত্রধর নিহত হয়েছেন। আহত অবস্থায় তার মেয়ে শিল্পী সুত্রধরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। কে বা কারা ঘটনার সাথে জড়িত খুব শীঘ্রই তাদের চিহিৃত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com