স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ফুল মিয়া (৩৪) নামে এক মাদক সেবীকে আটক করে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত রবিবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি এ দন্ডাদেশ প্রদান করেন। ফুল মিয়া শহরের কালিগাছতলা এলাকার ফজলুল ইসলামের পুত্র।
জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একদল কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ফুল মিয়াকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।