স্টাফ রিপোর্টার ॥ জেলার ৪টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনার কার্য্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডি আই জি মকবুল হোসেন।
মঙ্গলবার যারা শপথ নিয়েছেন তারা হলেন-উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা হচ্ছেন, হবিগঞ্জ সদর উপজেলার স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জে উপজেলায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ আলমগীর চৌধুরী, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মুশফিউল আলম আজাদ, ও আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) মোঃ আতর আলী। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় সৈয়দ আহমদুল হক পরপর ৪ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যানরা হচ্ছেন-হবিগঞ্জ সদর উপজেলায় জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী ফেরদৌস আরা বেগম, নবীগঞ্জ ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমীর মাওঃ আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান (স্বতন্ত্র) নাজমা বেগম, লাখাই উপজেলায় ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী ফয়জুন্নেছা বেগম, আজমিরীগঞ্জ ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান রুখসানা আক্তার (স্বতন্ত্র)।