স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই নদীর শহর প্রতিরক্ষা বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ড এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয় ৮৩ টি স্থাপনা।
জেলা ও পুলিশ প্রশাসন উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ডকে সার্বিক সহযোগিতা করেন। প্রথম দিনে চৌধুরী বাজার খোয়াই মুখ ব্রীজ থেকে কামড়াপুর ব্রীজ পর্যন্ত নদীর ভেতর ও বাইরের অংশে বাঁধ দখল করে রাখা ৮৩টি স্থাপনা সম্পুর্ণ ভেঙ্গে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা ও ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহন লাল সৈকত। এ সময় হবিগঞ্জ সদর থানার ৩ জন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর শহর প্রতিরক্ষা বাঁধের উভয় পার্শ্বে জায়গা দখল নিয়ে কিছু লোক অবৈধ স্থাপনা নির্মান করে। বছরের পর বছর ধরে তারা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রেখেছে। অনেকেই আবার এসব জায়গা অবৈধভাবে বেচাকেনা করছে। এ অবস্থায় বার বার তাদেরকে স্থাপনা সরানোর জন্য নোটিশ দেয়া হলেও তারা তাতে কর্ণপাত করেনা। ফলে প্রতি বছরই নদীর বাঁধ বর্ষা মৌসুমে ঝুকিপূর্ণ হয়ে উঠে। কিন্তু অবৈধ দখল থাকার কারণে বাঁধের সংস্কার কাজও করা যাচ্ছেনা। তাই এ বার অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দ্রুত শহর প্রতিরক্ষা বাঁধ সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক পর্যন্ত পত্র লিখেন। এ অবস্থায় গত নভেম্বর মাসে শহর প্রতিরক্ষা বাঁধের কামড়াপুর অংশে ব্যাপক ধ্বস নামলে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নড়েচড়ে বসে। এই প্রেক্ষিতে চলতি মাসে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রতিরক্ষা বাঁধের ধ্বসে যাওয়া স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর নিকট বাঁধ সংস্কারে অবৈধ স্থাপনা উচ্ছেদের সহযোগিতা চান। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চলমান থাকবে।