স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশন থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ের পুলিশ ফাড়ির ইনচার্জ সাজিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সে এক সপ্তাহ ধরে রেলওয়ে জংশন এলাকায় ভবগুরে অবস্থায় ঘুরাঘুরি করে আসছে। তাঁর লাশ শুক্রবার সকালে জংশন এলাকার পূর্ব দিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তাঁর কোন পরিচয় না পাওয়ায় লাশটি আঞ্জুমানে মফিদুলকে হস্তান্তর করা।