চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ১৫ দিন অতিবাহিত হলেও স্বজনরা তার সন্ধান পাচ্ছেননা। নিখোঁজ ওই মাদ্রাসা ছাত্রের নাম তামিনুল ইসলাম ভুইয়া ওরফে তানিম (১৫)। সে পীরেরগাও গ্রামের সিরাজ ভূঁইয়ার ছেলে এবং হাফিজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের আবাসিক ছাত্র। এ ঘটনায় তানিমের পিতা চুনারুঘাট থাকায় একটি ডায়েরি করেছেন। যার নং- ১০১৫, তাং- ১৯/০৩/২০১৯।
মাদ্রাসার প্রধান শিক্ষক জিয়াউল রহমান চৌধুরী জানান, মো. তামিনুল ইসলাম ভুইয়া ওরফে তানিম ১৩ মার্চ সকাল অনুমান ১০টায় পাঞ্জাবী কেনার জন্য চুনারুঘাট বাজারে যায়। এর পর থেকে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনের সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি।