প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ের মুড়ারআব্দা গ্রামের শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ার সেবাইত শ্রী প্রেমানন্দ দাস মোহন্ত প্রয়ান করেছেন (দিব্যান লোকান্ স্ব গচ্ছতু)। গতকাল শুক্রবার দুপুর ২ টা ১৫ মিনিটের দিকে নিজ আখড়ায় তিনি মহা প্রয়ান করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি অসংখ্য শিষ্য, ভক্তবৃন্দ ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মহা প্রয়ানে শিষ্য, ভক্তবৃন্দ ও গুনগ্রাহীসহ সুধী মহলে শোকের ছায়া নেমে এসেছে।