স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ওলিপুর থেকে অজ্ঞান অবস্থায় বাদশা মিয়া (২০) নামে এক ট্রাক চালক কে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শুক্রবার ভোর রাতে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। গতকাল দুপুরে তার জ্ঞান ফিরলে সে পুলিশকে জানায় ঢাকা মিরপুর ১৪ নং থেকে প্রতারক চক্রের কিছু মালামাল নিয়ে মৌলভীবাজার উদ্দ্যশ্যে রওনা হয়। ট্রাক টি ওলিপুর নামক স্থানে পৌছা মাত্র প্রতারক চক্র তার মুখে স্পে দিয়ে অজ্ঞান করে তাকে রাস্তায় ফেলে ট্রাকটি নিয়ে য়ায়। সে বাসা ঢাকা মিরপুর ১৪ নং ও কাপরুল থানা রোড় নং ২৬ ওয়ার্ড নং ৪০ এর আব্দুর রহিমের পুত্র ও ওই ট্রাকের মালিক। এ দিকে ট্রাকটি উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।