স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা থেকে চম্পা আক্তার (৩০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের হোসেন আহমেদের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসআই আব্দুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার গভীর রাতে কোন এক সময় ঘরের তীরের সাথে চম্পা গলায় ফাস দেয়। সকালে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। কী কারনে চম্পা মারা গেছে তা জানা যায়নি। তবে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারন জানা যাবে।