প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে জি এম সোনামিয়া ও ইয়াফিস গীতি সংসদের কার্যকরী প্রথম কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শেরপুর রোডস্থ সোনারখনি গীতি সংসদের কার্যালয়ে রাখাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও উক্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সোহেদ মিয়ার পরিচালনায়, জি এম সোনামিয়া, নিজাম উদ্দিন, রাখাল চন্দ্র দাস ও সোহেদ মিয়াকে প্রধান করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সুমন রানা, কাজল মিয়া, জুবায়ের চৌধুরী, ফকির জাহাঙ্গীর, রেদুয়ান আহমেদ, মোস্তফা মিয়া, জগলু মিয়া, কবির মিয়া, নজরুল মিয়া, জহির মিয়া, সেলিম আহমেদ, মারুফ চৌধুরী, হুমায়ূন আহমেদ, শিশু মিয়া, ঝিনুক মিয়া, বাউলা পলি, ববিতা রাণী দাস। কমিটি গঠন শেষে বাঙালীর ঐতিহ্য পহেলা বৈশাখী উৎযাপন পালন করার লক্ষ্যে সিদ্ধান্ত হয়।