স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামে দেবরের প্রহারে আঙ্গুরা খাতুন (৪৫) নামে এক বিধবা মহিলা আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। সুত্র জানায়, আব্দুল জলিল মারা যাওয়ার পর আঙ্গুরা খাতুনের জমি-জমা দখল করতে চায় এক সাবেক মেম্বার। এর জের ধরে গত বুধবার সকালে আঙ্গুরাকে পিটিয়ে আহত করা হয়।