স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সুনারু নামক স্থানে দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১০ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মোঃ সায়েম (১৮) ও শান্তা আক্তার (১৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ থেকে বানিয়াঙ্গের উদ্দেশ্যে একটি সিএনজি রওয়ানা দিয়ে সুনারু নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে দু’টি সিএনজি দুমড়ে-মুছড়ে যায়। দুর্ঘটনায় আহতরা হচ্ছে-শিউলী আক্তার (১৯), কলি আক্তার (২৮), গিয়াস উদ্দিন (১৯), শাহিন মিয়া (৩৫), সায়েম মিয়া (১৮), সানু মিয়া (৪৫), শান্তা আক্তার (১৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।