নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে নবীগঞ্জে তরুণ সংগঠন একমুঠো হাসির উদ্যোগে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কুইজ প্রতিযোগিতায় নবীগঞ্জ পৌরসভার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এসময় শিক্ষার্থীদের মাঝে ৪০ মিনিটের মেধাভিত্তিক লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪০ জন শিক্ষার্থীর মধ্যে মেধা যাচাইয়ে ৩ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিতরা হলেন, মিথীলা পাল (১ম স্থান), বিথী আক্তার (২য় স্থান) ও আহাজার আলী (৩য় স্থান)। পরে তাদেরকে নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেট ও বই বিতরণ করা হয়েছে। এছাড়া ও আর ও ১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। কুইজ প্রতিযোগিতায় বিজয়অদের মাঝে পুরস্কার তুলে দেন নবীগঞ্জ উপজেলার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান গতি গবিন্দ, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু ও একমুঠো হাসি সামাজিক সংগঠনের সকল সদস্যবৃন্দ।