স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরু মিয়া ও আবুল মনসুরসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে রুহুল হাসান শরীফ ও শামসুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যান্য পদেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা করছেন। অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের বিজয়ী করার জন্য অনুরোধ করছেন। প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবীণ আইনজীবি আলহাজ্ব আব্দুল মতিন খান, সৈয়দ আফরোজ বখত চৌধুরীসহ প্রমূখ।