মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগী সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার’র সভাপতিত্বে পুরান তোপখানা গ্রামে অনুষ্টিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার লোকজন তাদের যৌক্তিক কিছু দাবী জেলা প্রশাসক এর কাছে উপস্থাপন করলে তাৎক্ষনিক কয়েকটি দাবী পূরন করে দেয়া হয়। তন্মধ্যে রয়েছে একজন এইচ,এস,সি পরীক্ষাথীর্র বাড়ীতে বিদ্যু না থাকায় তার পড়ালেখার ঠিকমত করতে পারছে না। জেলা প্রশাসক তাৎক্ষনিক ফোনে বিদ্যুত বিভাগের লোকজনের সাথে আলাপ করে তার বাড়ীতে বিদ্যুতের ব্যবস্থা করে দেন। এছাড়া ক’জন প্রতিবদ্ধীকে সমাজসেবার মাধ্যমে প্রতিবদ্ধী ভাতা প্রদান করে দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন একই সময় বিশুদ্ধ পানি খাওয়ার জন্য অত্রালাকার লোকজন দাবী জানালে তিনি গভীর নলকূপ স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। তাৎক্ষনিক তাদের বেশ কিছু দাবী পূরন হওয়ায় উপস্থিত শতশত নারী পুরুষ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদকে হাত তালী দিয়ে অভিনন্দন জানান। এর পূর্বে তিনি বানিয়াচং উপজেলার সরকারী বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি বানিয়াচং ৫/৬নংবাজার তহশিল অফিস পরিদর্শন করে অত্রাফিসের কার্যক্রম সুষ্টভাবে সম্পন্ন না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।