রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ শ্রীমঙ্গলের ৫৫ বিজিবির সি.ও ল্যাঃ কর্নেল কাজী আরমান হোসেন বলেছেন-মাদক ও চোরাচালান রোধে বিজিবির পাশাপাশি এলাকার লোকজনকে এগিয়ে আসতে হবে। আমরা যদি দেশকে ভালবাসি তাহলে দেশের সম্মান রক্ষা করতে হবে। সামান্য লাভের জন্য প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশ করে লাশ হয়ে ফেরার কোন মানে হয় না। তিনি বলেন, সমস্ত অপরাধের মুলে রয়েছে মাদক। তাই মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন হল রুমে আইন শৃংখলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ সফিউল্লাহ, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, সাবেক চেয়ারম্যান আব্দুর নুর, আব্দুল হাই মাষ্টার, ধর্মঘর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রায় মোহন, মনতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম রব্বানি, ক্যাম্প কমান্ডার ইলিয়াস আলী, ইউপি সদস্য সোহরাব হোসেন, বাহার মিয়া, ফিরোজ মিয়া প্রমুখ।