প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় সুবিশাল পরিসরে খন্দকার হার্ডওয়ার এন্ড পেইন্টস এর উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেল প্রধান অতিথি হিসাবে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান প্রতিষ্ঠানের প্রোপাইটার খন্দকার ফাহাদ বিন মাহমুদ। নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানে যাবতীয় হার্ডওয়্যার, ফার্ণিচার ফিটিংসসহ বিভিন্ন ধরনের পেইন্টস এবং দেশী বিদেশী হার্ডওয়্যার সামগ্রী পাওয়া যাবে।