প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বিকালে স্থানীয় শহীদ মিনারে হেফাজতে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খানের সভাপতিত্বে ও মাওলানা মুবাশ্বির আহমদ এর পরিচালায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা হেফাজতে ইসলাম এর সহ-সভাপতি আলহাজ্ব ফরিদ উল্লাহ, মাওলানা ডাঃ বশীর আহমদ, সাধারণ সম্পাদক শায়খ মাওঃ মখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল জলিল ইউসুফি, যুগ্ম সম্পাদক মুফতি আহমদ আলী, দারুল কোরআন মাদ্রাসার শিক্ষা সচিব মাওঃ গোলাম কাদির, অর্থ সম্পাদক মাওঃ মুজিবুর রহমান, মাওঃ ছাদিক আহমদ, মাওঃ কামাল উদ্দিন, মুফতি আমীর আহমদ, মাওঃ আলাউদ্দিন, মাওঃ মুজিবুর রহমান, মুফতি তাফাজ্জুল হক প্রমূখ। বক্তারা বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে যেভাবে বেহায়াপনা, অশ্লীলতা চলছে তা কোন ভাবেই কাম্য নয়। তারা সংস্কৃতির নামে অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।